প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:৪১ পিএম

অনলাইন সংস্করণ

মনোহরদীতে চৌরাস্তা মৌলভী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭০ লাখ টাকার ক্ষতি

 

 

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

 

বুধবার(১৭ এপ্রিল)দিবাগত রাত সাড়ে ৩ টার দিয়ে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চৌরাস্তা 

মৌলভী বাজারে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক সট সার্কিট থেকে হতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিসের।

 

মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন,রাতে

চৌরাস্তা মৌলভী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২টি ইউনিট সেখানে পৌছে। ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ১২ টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে ধারণা করা যাচ্ছে।

 

মন্তব্য করুন