
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক, হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্য ৫ম সমাবর্তনের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী বুধবার (১৬ এপ্রিল, ২০২৫) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন এবং মত বিনিময় সভায় মিলিত হন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল এ সময়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের লিখিত সুপারিশমালা প্রদান করেন। তারা আগামী ১৪ মে ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে চট্টগ্রামের কৃতী সন্তান, চবি অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে দাওয়াত প্রদান করেন।
সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও চবি উপাচার্য প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের বিভিন্ন প্রস্তুতি ও কর্মপরিকল্পনা সম্পর্কে তাঁকে জানান।-
খবর --প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন