প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:০১ পিএম

অনলাইন সংস্করণ

শেরপুরের শ্রীবরদীতে অসহায় পরিবারের ওপর হামলা ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

 

 এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর  প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের নেতৃত্বে এক অসহায় পরিবারে উপর হামলা ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার তাতিহাটি ইউনিয়নের ভটপুর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য রিকশাচালক মতিউর রহমান। তিনি বলেন, আমি একজন রিকশাচালক। আমি অটোরিকশা চালিয়ে অতিকষ্টে জীবিকা নির্বাহ করি। কিন্তু স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও মেম্বার মো. ইমানুর রসুল উকিল ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন যাবৎ আমার ও আমার পরিবারের উপর অত্যাচার করে আসছে। বিভিন্ন সময়ে আমার ঘর বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করে। সে আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য হওয়ায় আমি কোন বিচার পাইনি। এতোদিন আওয়ামীলীগের দলীয় শক্তি ব্যবহার করে আমাদের কোণঠাসা করে রেখেছে।

এছাড়াও গত ১৬ তারিখে ইমানুর রসুল উকিল, তার ছেলে মিল্লাত, সাইফুল ইসলাম, শহিদুল, মেয়ে সোহাগীসহ আরো ১০/২০জন আমার বাড়িতে এসে আমার দখলি জমিতে রোপণকৃত ফলের গাছ উঠিয়ে নিয়ে যায়। এছাড়াও আমাদের বাড়িতে এসে আমাকে ও আমার স্ত্রী সন্তানদেরকে মারপিট করে। আমি এর বিচার চাই।

তবে, অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ইমানুর রহমান রসূল বলেন, তাদের সব অভিযোগ মিথ্যা। ওই জমি রেকর্ডমূলে আমাদেরই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগি পরিবারের স্বজন মকবুল হোসেন, রাসেল মিয়া, শরীফ উদ্দিন, মনির হোসেন, মকসেদ আলী প্রমুখ।

 

মন্তব্য করুন