
প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ
আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি দেওয়ায় চার মাস বন্ধ পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলে জানান আমদানিকারকগন। তবে শুল্ক না কমায় খুব বেশি চাল আমদানি হবে না বলেও জানিয়েছেন তারা।গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ভারত থেকে ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।বেনাপোল বন্দরের আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স হাজি আবদুল মুসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, গত মঙ্গলবার থেকে ভারতীয় ৯ ট্রাকভর্তি ৩১৫ মেট্রিক টন মোটা চাল আমদানির জন্য ভারতের পেট্রাপোল বন্দরে অপেক্ষায় ছিল। ওই চালটি আজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পেট্রাপোল বন্দরে আরও চাল বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। বেনাপোল কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দিয়ে ওই চাল ছাড় করানোর প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, ‘দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি নিতে ব্যবসায়ীদের নিকট থেকে আবেদন আহ্বান করেন খাদ্য মন্ত্রণালয়। চলতি বছরের ২৩শে জুলাই থেকে ৭ই আগস্ট পর্যন্ত আবেদন করার শেষ সময় ছিল। সারা দেশের জন্য বেনাপোল স্থলবন্দরের আমদানিকারক চাল আমদানির অনুমতি চেয়ে আবেদন করেন। আমরা বেনাপোল স্থলবন্দরের বেশ কয়েক জন আমদানিকারক চালের বরাদ্দ পেয়েছি। আমদানির অনুমতিপত্র বা আইপি পাওয়ার পর অনেকে এলসি খুলেছেন যার বিপরীতে গতকাল (বৃহস্পতিবার)বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতিপ্রাপ্ত গন আমদানিকারকরা পর্যায়ক্রমে এলসি খুলছেন। ফলে আগামী রবিবার থেকে চাল আমদানি বাড়তে পারে। চাল আমদানির ফলে দেশের বাজারে চালের দাম কমে আসছে। কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা দাম কমে যাবে। ভালো মানের চিকন জাতের চাল ৬৭ থেকে শুরু করে ৭০ টাকার মধ্যে থাকবে। স্বর্ণা জাতের চাল ৫০ থেকে ৫২ টাকার মধ্যে থাকবে।’
বেনাপোল স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানায়, ‘গত চার মাস চাল বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। বন্ধের পর প্রথম দিনে ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আরও অনেক ট্রাক চাল ভারত থেকে ঢোকার অপেক্ষায় রয়েছে।
বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানায়, চলতি বছরের ১৫ই এপ্রিল এ বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়। গতকালবৃহস্পতিবার থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সনদ প্রদান করা হচ্ছে যাতে দ্রুত ছাড়করণ করে নিতেপারে ব্যবসায়ী গন।
মন্তব্য করুন