
প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী শকুরীরা বাংলাদেশকে খুবড়ে খাওয়ার ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আমার প্রিয় মাতৃভূমিকে আবারো ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়াল অপচেষ্টা চলছে। ১৬ বছর ধরে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশ শাসন করছে দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্নমতের রাজনীতিকে দমনের মাধ্যমে। আর কোন নতুন ফ্যাসীবাদী শক্তি যাতে প্রতিষ্ঠিত হতে না পারে সে জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে।
শুক্রবার (২২ আগষ্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সোনার বাংলা পার্টি আয়োজিত "আগ্রাসন, ফ্যাসিবাদ ও দুর্নীতি বিরোধী জাতীয় ঐক্য এবং গণতন্ত্রের জন্য দল/জোটভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন " শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণঅভু্যত্থানের পর দেশ ও দেশের মানুষের মুক্তি লক্ষ্যে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাছে লাগিয়ে যদি সত্যিকার সংষ্কার করা সম্ভব না হয় তাহলে আবারো ভিন্ন নামে, ভিন্ন পথে নতুন ফ্যাসীবাদী শক্তি জাতির ঘাড়ে চেপে বসতে পারে। যেনতেন নির্বাচনের মধ্যমে দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেয়ার জন্য জুলাই হয় নাই। এখনো মৌলিক সংস্কার ও বিচার এবং লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় নাই বলেই অনেকেই মনে করেন। এ সময়ে কিসের নির্বাচন করবেন? যারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে শাহাদাত বরন করেছে তাদের মায়েদের কী জবাব দেবেন?
তিনি আরো বলেন, যারা দেশের জন্য রাজনীতি করেন তাদের আহ্বান জানাব দেশকে গড়ুন, মানবতার কল্যাণে কাজ করুন। এখন দেশ গড়ার সুর্বণ সুযোগ এসেছে। এখন দেশ গড়তে না পারলে আগামী প্রজন্ম আপনাদের ঘৃণা করবে। যখন তারা ইতিহাস পড়বে তখন প্রকৃত সত্য জেনে যাবে, কী জবাব দেবেন তাদের রাজনীতিবিদরা।
ন্যাপ মহাসচিব বলেন, বিগত ৫৪ বছরে নেতাদের ব্যর্থতার কারণেই ফ্যাসিবাদীরা ক্ষমতায় এসেছিল। ছাত্র-জনতার আন্দোলনের কারণে ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়েছে। আর যাতে ফ্যাসিবাদ ক্ষমতায় আসতে না পারে সে কারণেই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। আইনসভার দু’কক্ষে পিআর পদ্ধতি চালু করা প্রয়োজন। ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে না পারলে আবারো ফ্যাসীবাদ মাথা তুলে দাড়াতে পারে।
সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট এ. ইউ. জেড প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সভাপতি, রাষ্ট্র ভাষা বাংলা রক্ষা কমিটির সভাপতি সমাজ ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব নঈম জাহাঙ্গীর, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ফরোয়ার্ড পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, সাবেক সচিব কাশেম মাসুদ ও পার্টি 'র উপদেষ্টা এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ।
মন্তব্য করুন