
প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা:
হেফাজতে ইসলাম বাংলাদেশের চট্টগ্রাম হাটহাজারী পৌরসভা শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী(৫০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাদ আসর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী
মাদরাসা মাঠে নামাজ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হেফাজত নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পৌরসভার পূর্ব ফটিকা মেহেদী পাড়ায় পারিবারিক কবরে তাঁকে দাফন করা হয়।
তিনি চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব এবং হাটহাজারী পৌরসভা হযরত সুমাইয়া রাঃ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।
শোক ও সমবেদনা:
হেফাজতের হাটহাজারী পৌরসভা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী,বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম,হেফাজতের হাটহাজারী উপজেলা ও হাটহাজারী পৌরসভার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন