
প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সংগঠনটির যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির বলেছেন, “সুখী-সমৃদ্ধ, আদর্শিক, আধুনিক ও নিরাপদ হাটহাজারী গড়তে আমি জনগণের সেবক হতে চাই।”
শুক্রবার হাটহাজারীর মির্জাপুর চারিয়ার এফএম কনভেনশন সেন্টারে সর্বস্তরের জনগণের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রান্তিক ও মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন, যেখানে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।
তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপমহাদেশের প্রাচীনতম ধর্মীয় রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আমাকে মনোনয়ন দিয়েছে। আমার স্বপ্ন, আমার অঙ্গীকার—এমপি হবে জনতার। হাটহাজারীকে আমি একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”
চারিয়া কাসেমুল উলূম মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন চারিয়া মাদরাসার মোহতামিম মাওলানা উসমান সাঈদী, হাটহাজারী ওলামা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নদভী, খেলাফত আন্দোলনের চট্টগ্রাম জেলা আমীর মুফতী আব্দুল আজিজ,মির্জাপুর যুব বিভাগের সভাপতি জাময়াত নেতা নূর খালেক শহীদ, দৈনিক সংগ্রাম হাটহাজারী প্রতিনিধি ও শিক্ষক মো: একরামুল হক এবং হেফাজতের কেন্দ্রীয় ত্রাণ সম্পাদক মাওলানা মাহমুদ হোসাইনসহ বিভিন্ন ওলামায়ে কেরাম, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মাওলানা নাছির উদ্দিন মুনিরের প্রার্থিতাকে স্বাগত জানিয়ে তার অঙ্গীকার বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস দেন।
মন্তব্য করুন