প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১০:২৭ পিএম

অনলাইন সংস্করণ

গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

জেলা প্রতিনিধি,নরসিংদীঃ  

শুক্রবার(২২ আগষ্ট)জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে চিকিৎসক পরিষদ বিশ্ব মানবাধিকার সমগ্র- বাংলাদেশ এর আয়োজনে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর মহাসচিব গাজী মোশাররফ হোসেন ও সহকারী মহাসচিব ডাঃআশফাকুর রহমান শেলী,র সঞ্চালনায় ও বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক আব্দুল লতিফ মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

 

বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এর সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালাম,বাংলাদেশ  জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাশেম চৌধুরী,বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ এস এম আবদুল হালিম,গণফোরাম এর সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী,বিশ্ব মানবাধিকার সংস্থা সমগ্র বাংলাদেশ এর আইনজীবী এসোসিয়েশন এর সভাপতি সৈয়দ মাহাবুব হোসেন প্রমূখ। 

 

এ সময় জাতীয়তাবাদী  ব্যাংকার্স অ্যাসোসিয়েশন,বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নরসিংদী - ৪( মনোহরদী বেলাব) বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট কবি ও গবেষক লায়ন অ্যাড. আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল,প্রখ্যাত কণ্ঠশিল্পী মোঃইকবাল হোসেন,বাংলা একাডেমি লেখক ফোরামের সম্পাদক অধ্যাপক আকবর সিরাজী,বিশিষ্ট আইনজীবী বোরহান মিয়া উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন