
প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
সম্প্রতি পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটে জাবেদ উমর জয় হত্যাকাণ্ডের মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ অভিযানে দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বড় মাঠ এলাকা থেকে নূর রাব্বী (২৬), আবু তালেব (২৫) ও কামাল হোসেন (৪০) নামের এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
এজাহার সূত্রে জানা যায়, নিহত জাবেদ উমর জয় স্থানীয়ভাবে মাদক ব্যবসা ও চাঁদাবাজির প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয় আসামিরা। এর জেরে তারা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার ফাঁদে ফেলে। গত ৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আসামিরা মোবাইল ফোনে ডেকে এনে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটের সামনে ধারালো অস্ত্র দিয়ে জাবেদের শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাবেদকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এবং দুদফায় হত্যাকান্ডে মূল আসামী সহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্তব্য করুন