
প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে বাবু নারায়ণ চক্রবর্তী উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা মিসেস রুমা দেবী ও উদযাপন পরিষদের সদস্য সচিব পলাশ কুমার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী রাজনীতিবিদ ও অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সন্মানিত সদস্য অধ্যাপক শেখ আহমদ। সহকারী প্রধান শিক্ষক বাবু লিটন ময় দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আতিকুর রহমান, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল, তানিয়া সেন, নারায়ণ নাথ ও সংগিতা দত্ত।
বক্তারা বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। শ্রীকৃষ্ণের বাণী সমাজে শান্তি প্রতিষ্ঠার দিকনির্দেশনা দেয়। বিভিন্ন ধর্মের মনিষীদের দেখানো পথে চললে ভ্রাতৃত্ব ও মৈত্রির বন্ধন অটুট থাকে এবং দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হয়।
অনুষ্ঠানের শুরুতে সজিব নাথ পবিত্র গীতা থেকে পাঠ করেন। শেষে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন