
প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ :
নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে সরকারি অর্থ সহায়তার মোট এক লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম এ অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ।
নিহত পরিবারের মধ্যে ২০ হাজার টাকা ও আহতরা প্রত্যেকে ১০ হাজার টাকার চেক গ্রহণ করেন। অনুদান গ্রহিতারা হলেন- উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা গ্রামের নিহত স্বাধীন হোসেনের বাবা রহমান সোনার ও বামইল গ্রামের নিহত আব্দুল মান্নানের স্ত্রী অমিছা খাতুন। বজ্রপাতে আহতরা হলেন- বাবুলাল হাসদা, ফুলমনি হাসদা, প্রণয় চন্দ্র মণ্ডল ও ইনমানুয়েল চড়ে। তারা সবাই পশ্চিম পাটিচরা এলাকার বাসিন্দা। এছাড়াও উপজেলার আমাইড় ইউনিয়নের কান্তা কিসমতপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত রাম পাহানের স্বামী রুপালীর নিকট ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন