প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

নরসিংদীতে জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

 

মোঃএমরুল ইসলাম, জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

শনিবার(২৩ আগষ্ট)নরসিংদী জেলা কিন্ডারগার্টেন এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে জেলখানা মোড়ে অবস্থিত গ্র্যান্ড রেস্টুরেন্টে ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

নরসিংদী সদরে অবস্থিত ক্লে-বার্ড কিন্ডারগার্টেন এর পরিচালক ডাঃরমজান আলী প্রামানিক এর সভাপতিত্বে জেলার বিভিন্ন  কিন্ডারগার্টেন এর পরিচালক ও প্রধানগণ ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের মতামত তুলে ধরেন। পরে 

জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এন্ড এসোসিয়েশনের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৩ বৎসর মেয়াদী নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ডাঃরমজান আলী প্রামানিক ভোট শেষে ফলাফল ঘোষণা করেন। এতে বেলাব উপজেলার বারৈচায় অবস্থিত অক্সফোর্ড মর্ডান একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃমজিবুর রহমান সভাপতি এবং সদরে অবস্থিত প্রাইম হাই স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক বাহারুল হক সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ক্লে বার্ড স্কুলের পরিচালক ডাঃরমজান আলী প্রামানিক,চাইল্ড কেয়ার একাডেমির পরিচালক আমিনূল ইসলাম,ডি.কে কিন্ডারগার্টেন এর পরিচালক বাকির হোসেন খাঁন,আইডিয়াল ল্যাবরেটরী স্কুল এর পরিচালক জালাল উদ্দীন,বটেশ্বর হলিচাইল্ড স্কুলের পরিচালক অলি উল্লাহ,নিউ মডেল স্কুলের পরিচালক রুহুল আমিনকে সহ-সভাপতি,স্যানশাইন মডেল স্কুলের পরিচালক আলাউদ্দিন সরকার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক,খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক

জাকির হোসেন খোকা,ইসলামিয়া শিশু একাডেমির পরিচালক নজরুল ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক,কথাকলি কিন্ডারগার্টেন এর পরিচালক রাকিবুল আলম রাকিব সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদক মন্ডলীর অন্যান্য সদস্য-সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

সবশেষে সদ্য প্রাক্তন কমিটির কাছ থেকে নবাগত কমিটি ক্ষমতা ভার গ্রহণ করেন।

 

মন্তব্য করুন