প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

যশোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও স্মারকলিপি প্রদান

 

 

আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ

যশোর জেলার সকল  আসন সহ-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে কেশবপুর উপজেলা বিএনপি।

রবিবার (২৪শে আগস্ট) বেলা ১১টার সময় এই দাবিতে যশোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হয় দলের পক্ষ থেকে।

এই সময়ে সংসদীয় আসন টির বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি যশোর জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রদান করা হয়েছে। 

কর্মসূচিতে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

 

নেতৃবৃন্দ বলেন, ‘অবাক করার বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আবেদনে সাড়া দিয়ে যশোরের  ৬ টি সংসদীয় আসন পুনর্বিন্যায়ের ঘোষণা দেওয়া হয়েছে। যাহা গ্রহণযোগ্য নয়।

তারা বলেন, এই চক্রান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে যশোরের মানুষের নির্বাচনি সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ও সম্প্রীতি কে বিনষ্ট করার যেকোনও প্রক্রিয়া তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।

কর্মসুচী চলাকালে যশোরের ৬ টি আসনের বর্তমান সীমানা অনুযায়ী সরকার ঘোষিত ফেব্রুয়ারী  মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায় নেতৃবৃন্দ

ঘেরাও চলাকালে নেতৃবৃন্দ বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি যখন একটি সফল নির্বাচন অনুষ্ঠানের মাধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মুখিয়ে আছে ঠিকই একটি চক্র নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এই চক্র দেশ কে আবারও অস্থিতিশীল করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। সুকৃতি কুমার মণ্ডল নামে এক ব্যক্তি চক্রের দোসর হিসেবে যশোরের আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্রমূলক একটি আবেদন করেছে।

মন্তব্য করুন