
প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ
আলামিন আলি,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই শ্লোগানকে ধারণ করে শিবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য সপ্তাহে প্রথম দিন পোনা মাছ অবমুক্ত রেলি আলোচনা সভার মাধ্যম দিয়ে মৎস্য সপ্তাহ শুরু হয় দ্বিতীয় দিন মৎস্য চাষী জেলে এবং মৎস্যজীবীদের সমন্বয়ে উপজেলা মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা করেন, তৃতীয় দিন জনবহুল স্থানে ক্রমান্বিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন, চতুর্থ দিন স্কুল-কলেজে চিত্রাঙ্কন কুইজ প্রতিযোগিতা করেন, পঞ্চম দিন মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শির্ষক কর্মশালা মতবিনিময় সভা করেন, ষষ্ঠ দিন পুকুর জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুনাগুন পরীক্ষা এবং নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন করেন, ২৪ আগস্ট মৎস্য সপ্তাহে মূল্যায়ন সমাপনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয় মৎস্য সপ্তাহের সমস্ত করেন।
রবিবার (২৪ আগস্ট) বিকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।
বক্তারা মৎস্য চাষ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়, পাশাপাশি মৎস্য খাতের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়,
মন্তব্য করুন