প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:৫১ পিএম

অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা



মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধিঃ 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে গতকাল রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে'র হলরুমে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান -২০২৫  অনুষ্ঠিত হয়।


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার সুজিত কস্তা' র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান শাহ্,। স্পন্সরশীপ এন্ড সিস্টেম অফিসার নমিতা সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কারিগরি প্রশিক্ষক আব্দুল হাকিম, স্পন্সরশীপ এন্ড সিস্টেম অফিসার মারিয়া মালো ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের যুব ফোরামের  সভাপতি আহসান হাবীব প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আওতায় কর্মএলাকার রানীপুকুর ও দূর্গাপুর ইউনিয়নের ৭৭ জন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের শেষে প্রত্যেক শিক্ষার্থীদেরকে ছাতা ও আমের চারা প্রদান করা হয়।

মন্তব্য করুন