প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে সেনাবাহিনীর হাতে মাদকসহ ৩জন আটক


মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ


পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  রাতে পঞ্চগড় পৌরসভার রামের ডাঙ্গা এলাকায় পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হকের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়৷ এসময় হাফ গ্রাম হেরোইন জব্দ সহ তিন ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, পঞ্চগড় পৌরসভার রামের ডাঙ্গা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী তুষার আলী (৪৫), সিরাজুল ইসলাম (২০) ও রুবেল হোসেন (২১)। পরে তাদের সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
পরে পুলিশ দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। আটককৃতরা সবাই পৌরসভার রামেরডাঙ্গা এলাকার বাসিন্দা।
অভিযান সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী তুষার ও সিরাজুলের বাসায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পরে তুষারের বাসায় মাদক ব্যবসায়ী রুবেলকে পাওয়া যায়। এসময় তাদের কাছ থেকে  হেরোইন জব্দ করা হয়। অভিযানে সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, সেনাবাহিনীর অভিযানে মাদক সহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন