
প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
মো. একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম)সংবাদদাতা:
হাটহাজারীতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আব্দুল্লাহ আল-মুমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ‘অন্যায় বিরোধী সচেতন নাগরিক সমাজ, হাটহাজারী’। রোববার সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ নবাগত নির্বাহী কর্মকর্তার উদ্যোগে যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ ও বাজার মনিটরিংসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা আশ্বস্ত করেন, ভবিষ্যতেও সব জনহিতকর কাজে সংগঠন সর্বাত্মক সহযোগিতা করবে।
এসময় সংগঠনের পক্ষ থেকে যানজট সমস্যার স্থায়ী সমাধান, কাচারি সড়ক ওয়ানওয়ে ঘোষণা, থানার সামনে থেকে এন. জহুর সড়ক চালুকরণ, সিএনজি স্ট্যান্ড পুনর্বিন্যাস, মহাসড়ক থেকে কাঁচাবাজার অপসারণ, মাদক ও চাঁদাবাজি বিষয়ে জিরো টলারেন্সসহ ১৭ দফা সুপারিশনামা ইউএনও’র হাতে হস্তান্তর করা হয়। ইউএনও সবগুলো প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
পরে সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক ফজলুল কাদের ও জনাব আছলাম মোর্শেদ, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. রফিক, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সাধারণ সম্পাদক মাওলানা মতিউল্লাহ নূরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওজাইর আহমদ হামেদী, সাংগঠনিক সম্পাদক মাস্টার সেলিম উদ্দীন রেজা, অর্থ সম্পাদক মাস্টার রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা নুরুল আবছার, স্বাস্থ্য সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, ছাত্র-যুব সম্পাদক এইচ. এম. ইরফান উল্লাহ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক সৈয়দ গালিবসহ অন্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন