
প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ভোলা জেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে।
ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় জেলায় সাইক্লোন সেল্টার প্রস্তুতি, সিপিপি ও রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবক নিয়োগ, দুর্যোগকালীন সময়ের জন্য মেডিকেল টিম গঠন করা এবং একইসাথে কন্ট্রোল রুম খোলাসহ নানান প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক আরিফুজ্জামান সভাপতিত্ব করবেন।
এদিকে, সাগরে থাকা সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে আনা হচ্ছে। অধিক ঝুঁকিতে থাকা চরাঞ্চলের মানুষদের কোস্টগার্ডের মাধ্যমে মূলভূখন্ডে নিরাপদে আনার কাজ চলছে।
কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার মিডিয়া কর্মকর্তা (লে. বিএন) এইচ, এম, হারুন-অর রশিদ জানান, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় উপকূলীয় এলাকার জনগণ, মৎস্যজীবী ও নৌ যানসমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা উপকূলীয় এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন। এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে শনিবার ভোলা জেলার মেঘনা ও তেতুলিয়া নদীর উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় কোস্ট গার্ডের স্টেশন এবং আউটপোস্টসমূহ মাইকিং ও লিফলেট বিতরণ করছে।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন সেল্টার স্টেশনে আশ্রয় গ্রহনের প্রস্তুতির জন্য সকলকে সচেতন করা হচ্ছে।
তবে, শনিবার সকাল থেকে দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপকূলীয় দ্বীপ জেলা ভোলার আকাশে আকাশে প্রখর রোদ দেখা গেছে।
মন্তব্য করুন