
প্রকাশিত: ২৮ মে, ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে বার্ষিক কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন কর্মশালা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এসিও প্রোগ্রাম কোয়ালিটি স্প্যাসালিস্ট সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের ভেটনারী সার্জেন ডা: শাকিল আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা শাহানাজ আফরোজ,ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পের্শালিস্ট স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের পল্বব কান্তি রায়,তাহমিদ, সিসিডিবি- সিপিআরপি উপজেলা প্রোগ্রাম ম্যানেজার জেমস লিটন দাস, আরডি
আরএস বাংলাদেশ উপজেলা সীডস্ প্রকল্পের ম্যানেজার ইসমাইল হোসেন, সীল ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পলাশ এক্কা ও বলদীপুকুর ইসলামিক রিলিফ বাংলাদেশের নুরুন্নবী প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি বার্ষিক কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন কর্মশালা-২০২৫ এ কর্মশালায় এপির গত বছরের কাজ গুলো মূল্যায়ন করা হয় এবং আগামী বছরের কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। সভায় শিশুদের সর্বাধিক কল্যানের জন্য কর্মপরিকল্পনা ও মতামত দেওয়া হয়।
মন্তব্য করুন