প্রকাশিত: ২৬ মে, ২০২৫, ০৫:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

মনোহরদীতে তিন দিনব্যাপী ভূমি মেলা আরম্ভ

 

 

মো.এমরুল ইসলামঃ

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মনোহরদী উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা আরম্ভ হয়েছে।

 

রবিবার(২৫ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা,এম.এ মুহাইমিন আল-জিহান।

 

উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলায় উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ,আঃজব্বার, উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সেবা গ্রহীতারা।

 

উপজেলার নির্ধারিত স্টলে গিয়ে ই- নাম জারি, মৌজা ম্যাপ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপিসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ও তথ্য নিতে পারবেন এই মেলায়।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এম.এ মুহাইমিন আল-জিহান বলেন, বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমি সেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। হয়রানি মুক্ত ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর, সেই লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। নামজারি ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইন ভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোনো সময় সপ্তাহে সাত দিন দিনরাত ২৪ ঘণ্টায় কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায়ের ফলে রাজস্ব আয় বহু গুনে বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।

 

মন্তব্য করুন