
প্রকাশিত: ২৮ মে, ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ ইব্রাহিম প্রতিনিধি সেনবাগ নোয়াখালী :
২০২৪ এর ৫আগষ্ট ঢাকা যাত্রা বাড়ি চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সেনবাগের শহীদ শাহাদাত হোসেন প্রকাশ শাওন (১৪) লাশ ময়না তদন্তের জন্য ৯মাস ২০দিন পর সেনবাগের পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে ঢাকা সিআইডির ক্রাইম সিনের একটি প্রতিনিধি দল ও সেনবাগ থানা পুলিশের উপস্থিতিতে সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউপির খাজুরিয়া সর্দারপাড় ৩নং ওয়ার্ড দিঘলী বাড়ির পারিবারিক কবর থেকে শাওনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তে জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে বিকেল র্পূনরায় উত্তোলিত শাওনের দেহাবেশেষ দাফন করা হবে বলে জানান সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা মেট্রাপলিটন পুলিশের প্রতিনিধি এমরান হোসেনের নেতৃত্বে সিআডির ক্রাইম সিনের একটি প্রতিনিধিদল, সেনবাগ থানার (ওসি তদন্ত ) হযরত আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডাক্তার কামাল উদ্দিন, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন, উপজেলা ছাত্র সমন্বয়ক প্রতিনিধি সোহরাব হোসেন, নিহত শাওনের পিতা মোঃ বাছির আলম, বড় ভাই মোঃ হানিফ সহ এলাকার শতশত উৎসুক ছাত্রজনতা।
জানাগেছে, কোটা বিরোধী আন্দোলন শুরু হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি দিয়ে দেয় সরকার। এই সুযোগে বাবার ব্যবসার সুবাদে ঢাকা থাকায় পিতা বাছিত আলম ও বড়ভাই মোঃ হানিফের নিকট ঢাকায় বেড়াতে যায় ছাত্রদল কর্মী শাওন। এরইমধ্য সরকারের পদত্যাগের একদফা দাবীতে দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা অসহযোগ আন্দোলনের ডাক দিলে সেনবাগের ছাত্রদল কর্মী শাহাদাত হোসেন প্রকাশ শাওন যাত্রা বাড়ি এলাকায় আন্দোলনে যোগ দেয়। সোমবার (৫ আগষ্টা) শেখ হাসিনার পদত্যাগের ২ঘন্টা আগে হাজার হাজার ছাত্র-জনতার সঙ্গে যাত্রবাড়ি এলাকায় আন্দোলনে শরীক হয় ছাত্রদল কমী শাওন। ওই সময় পুুলিশের নির্বিচার গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শাওন। এ সময় ভাইকে উদ্ধার করতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ আহত হয় তার বড়ভাই মোঃ হানিফ। পরদিন মঙ্গলবার ৬ আগষ্ট শাওনের লাশ সেনবাগের গ্রামের বাড়িতে দাফন করা হয়। ৪ ভাই ও এক বোনের মধ্যে শাওন ছিলো সবার ছোট।
মন্তব্য করুন