
প্রকাশিত: ২৬ মে, ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ
জুয়েল রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর থেকে রাজধানী ঢাকাগামী রুটে চলছে পরিবহন নৈরাজ্য। নিয়মকানুনের তোয়াক্কা না করে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে মেয়াদোত্তীর্ণ ও লক্কর-ঝক্কর বাস। অধিকাংশ বাসই ফিটনেসবিহীন, নষ্ট বডি, রংচটা গায়ে, নেই সংকেত বাতি বা লুকিং গ্লাস, এমনকি অনেক বাসের পেছনের কাঁচও ভাঙা। ভেতরে যাত্রী আসনগুলোতে জমে থাকা ধুলা-ময়লা প্রতিদিনের নিত্যসঙ্গী।
সরেজমিনে দেখা গেছে, নাগরপুর থেকে মামুদনগর-কালামপুর ও ধুবড়িয়া-মানিকগঞ্জ হয়ে ঢাকাগামী এসবি লিংক ও ভিলেজ লাইন নামের বাসগুলোই চলাচল করছে। যাত্রীদের অভিযোগ, এসব বাস যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এক যাত্রী শরিফুল ইসলাম বলেন, “প্রতিদিন এই রুটে যাতায়াত করি, কিন্তু বাসের যা অবস্থা—ভয়ে থাকতে হয় কখন যে কী হয়ে যায়। ভাঙা কাঁচ, নষ্ট ব্রেক—সব মিলিয়ে ভয়াবহ অবস্থা।”
আরেকজন যাত্রী বলেন, “আমরা টিকিটের পূর্ণ ভাড়া দেই, কিন্তু সেবা পাই না। সরকার যদি একটু নজর দিত, তাহলে এত দুর্ভোগ হতো না। ঢাকাগামী ভালো মানের বাস সার্ভিস আমাদের খুব প্রয়োজন।”
ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় নাগরপুর উপজেলাটি আশপাশের ছয়টি উপজেলার সঙ্গে সংযুক্ত এবং ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। প্রতিদিন শতাধিক বাসে প্রায় ১০ হাজার যাত্রী চলাচল করেন। সড়কের অবকাঠামো উন্নয়ন হলেও বাসের মান না বাড়ায় যাত্রী ভোগান্তি বেড়েছে। ৩ ঘণ্টার পথ যেতে সময় লাগছে ৪ থেকে ৫ ঘণ্টা।
বিআরটিএ’র নিয়ম অনুযায়ী, কোনো বাসকে রাস্তায় নামাতে হলে ৩২টি দিক পর্যালোচনার পর ফিটনেস সনদ ও রুট পারমিট দেওয়া হয়। কিন্তু প্রশ্ন রয়ে গেছে—এতসব নষ্ট বাস কিভাবে ফিটনেস সনদ পাচ্ছে? স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও নজরদারির অভাবেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।
এখন সময় এসেছে নাগরপুরবাসীর প্রাণের দাবি পূরণের। তারা চান—ঢাকার সঙ্গে আধুনিক, নিরাপদ ও বিলাসবহুল বাস সার্ভিস চালু হোক। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে নাগরপুর বাস মালিক সমিতির সুপারভাইজার মো. রাসেল মিয়া বলেন, “নাগরপুরে বর্তমানে কোনো বাস মালিক সমিতির কমিটি নেই। আমরা ঢাকা কমিটির তত্ত্বাবধানে কাজ করছি। রুটের পরিবহন সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফিটনেসবিহীন বাস অপসারণ এবং যাত্রীসেবার মান বাড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
মন্তব্য করুন