প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১০:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

সৌদিতে ঈদুল আজহা ৬ জুন, বাংলাদেশে পরদিন

 

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে এই মাস শুরু হবে আগামীকাল বুধবার (২৮ মে)।ফলে ঈদুল আজহা উদযাপিত হবে ১০ জিলহজ বা ৬ জুন।

তামিরে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর সৌদি আরব ঘোষণা করেছে যে আগামী জুনের প্রথম শুক্রবারই দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।

তামির অবজারভেটরি হলো সৌদি আরবের একটি ভ্রাম্যমাণ চাঁদ দেখার কেন্দ্র, যা হিজরি মাসের চাঁদ দেখা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় ইনসাইট দ্য হারামাইনের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

এদিকে সৌদি আরবের পাশের দেশ ওমানও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে  বুধবার, ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সেই অনুযায়ী সেখানেও ঈদুল আজহা পালিত হবে শুক্রবার, ৬ জুন।

এর আগে ব্রুনাই ও মালয়েশিয়াও ৬ জুন দেশ দুটিতে ঈদুল আজহা পালিত হবে বলে ঘোষণা করে।

 

মন্তব্য করুন