
প্রকাশিত: ২৬ মে, ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
কাজল খান, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরের সাংবাদিক এস এম ফেরদৌস হোসাইনের উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা বলেন,গত ২০ তারিখ ২০২৫ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও দৈনিক ডেসটিনি পত্রিকার সাংবাদিক ফেরদৌসের উপর নেক্কারজনক হামলার ঘটনা ঘটে। ঘটনার চার থেকে পাঁচ দিন পার হয়ে গেলও ঘটনায় যারা জড়িত তাদের সিসিটিভি দেখে শনাক্ত করার কোন উদ্যোগেই রাজৈর থানা পুলিশ নেয়নি। পাশাপাশি জেলা পুলিশকে বলবো আপনারা এই হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস,মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাব্বির হোসেন আজিজ,সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তি,ফায়জুল শরীফ,রকিবুজ্জামান,কাজল খান,হেমায়েত খান,কাইয়ুম শেখসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন